Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

নেত্রকোনার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

অক্টোবর ৩, ২০২২, ১১:৩২ এএম


নেত্রকোনার শ্রেষ্ঠ  প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

কেন্দুয়া উপজেলার গড়াডোবা ক্লাস্টারের বাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেত্রকোনার জেলার শ্রেষ্ঠ  প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন কেন্দুয়ার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

রোববার (০২ অক্টোবর) বিকালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ জেলার সেরা প্রধান শিক্ষক ও সহকারী  শিক্ষকের নাম ঘোষণা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

মোস্তাফিজুর রহমান ২০০৬ সালে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন।তিনি উপজেলার আঙ্গাউড়া গ্রামের মৃত শিক্ষক আব্দুর রশিদের ছেলে।

নেত্রকোণা জেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে অগ্রগামী প্রধান শিক্ষকগণের মধ্যে জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অন্যতম। আবারো তিনি তাঁর স্বীয় মেধা,শ্রম,দক্ষতা, বিচক্ষণতা দিয়ে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য জেলা প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের আসন (২০২২) অলংকৃত করেছেন।

উল্লেখ্য, এর আগেও তিনি  জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (২০১৫) হওয়ার সুবাদে সরকারি পৃষ্টপোষকতায় ইন্দোনেশিয়া (২০১৬) সফর করে শিক্ষা সম্পর্কে বিস্তীর্ণ অভিজ্ঞতা লাভ করেন যার প্রতিফলন আমরা উনার কর্মরত বিদ্যালয়ে দেখতে পাই।

তাঁরই মননশীলতা, সততা ও কর্মদক্ষতায় এক সময়ের ঝরাজীর্ণ বাঁশাটি সরকারি প্রাঃ বিদ্যালয়টি বর্তমানে গুণে-মানে উপজেলার শীর্ষস্থানীয় বিদ্যালয়সমূহের মধ্যে অন্যতম। সহকারি শিক্ষকদের নিয়ে তারই নিরলস প্রচেষ্টায় ২০১৯ সালে ‍‍`বাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়‍‍` উপজেলার ‍‍`শ্রেষ্ট বিদ্যালয়‍‍` নির্বাচিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চ.দা) মোঃ নুরুল ইসলাম বলেন, ২০২০ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক তাঁর-"আমার খাতা,আমার কলম" ইনোভেশন আইডিয়া স্বীকৃতি পায় (যা ময়মনসিংহ বিভাগের মাত্র ৩টির মধ্যে একটি।)


ইএফ

Link copied!