Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়’

এম দুলাল আহাম্মদ, গুইমারা

এম দুলাল আহাম্মদ, গুইমারা

নভেম্বর ২৩, ২০২২, ০২:৫৭ পিএম


‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়’

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন, আইসিটিসহ সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়,  শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন সারাবিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল। পার্বত্য চট্রগ্রাম বোঝা নয়, সম্পদে সম্মৃদ্ধ অঞ্চল। পাহাড়ের মানুষের প্রতি বঙ্গবন্ধুর কন্যার মমতাবোধ আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের মাধ্য দিয়ে পার্বত্য চট্রগ্রামের উন্নয়নের পথ প্রসস্থ হয়েছে, পাহাডের  দীর্ঘদিনের সংঘাত বন্ধ হয়েছে, পার্বত্যাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, ব্রিজ, কালভাট নির্মাণসহ সৌর বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে। পার্বত্য চট্রগ্রাম উন্নয়নের মুলস্ত্রোতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বাংলাদেশ আজ গোটাবিশ্বের সামনে এক বিস্ময়ের নাম। বর্তমান সরকার মানুষকে শুধু স্বপ্ন দেখায় না, তা বাস্তবায়নও করেন।যার ফলে দুর্গম পাহাড়ি এলাকা আজ সর্বক্ষেত্রেই আলোকিত।

গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে এবং গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবলু হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত  গুইমারা উপজেলা স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।  

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে উন্নয়নের যে ভিত্তি রচিত হয়েছে, প্রধানমন্ত্রীর কথা মন দিয়ে শুনে, সে অনুযায়ী কাজ করলে অচিরেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।

উপস্থিত ছিলেন, উন্নয়ন বোডের ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম চৌধুরী, যুগ্ন-সচিব মো: ইফতেকার অহমেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্যনির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মজিবুল আলম, রামগড় উপজেলা পরিষদের চেয়াম্যান বিশ্ব প্রদীপ কার্বারি ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, গুইমারা পরিষদের ভাইস-চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরাসহ জেলা-উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতবৃন্দ।

সভা শেষে প্রধান অতিথি, গরীব, দুঃস্থ মহিলা ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি যন্ত্রপাতি, গবাদী পশু (ছাগল) ও সেলাই মেশিন বিতরণ করেন। তার আগে-পরে তিনি, উপজেলার পঞ্চিম বড়পিলাক এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক স্থাপিত নিরাপদ সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম, গুইমারা যৌথ খামার জুনিয়র হাইস্কুল উদ্বোধন এবং গুইমারা বটতলী মডেল পাড়াসহ বিভিন্ন  প্রকল্প পরিদর্শন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, বর্তমানের সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই লক্ষণ গুইমারাও দেখা যায়। গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় নির্মাণ, যৌথখামার উচ্চ বিদ্যালয় নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ যার দৃষ্টান্ত।

নবসৃষ্ট গুইমারা উপজেলার অসমাপ্ত কিছু উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, গুইমারায় সমাজিক ক্লাবের অভাবে এখানকার শিশু কিশোররা মাদকাশক্ত হয়ে পড়ছে।সামাজিক ক্লাব স্থাপন করা হলে শিশু-কিশোররা মাদকাসক্ত থেকে মুক্তি পাবে।

কেএস

Link copied!