Amar Sangbad
ঢাকা বুধবার, ০৭ ডিসেম্বর, ২০২২, ২৩ অগ্রহায়ণ ১৪২৯

রফিকুর রহমান চৌধুরীর চির বিদায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২২, ০৮:২৯ পিএম


রফিকুর রহমান চৌধুরীর চির বিদায়

কিশোরগঞ্জের এক আলোকোজ্জ্বল নক্ষত্র, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ইংরেজি বিভাগের অধ্যাপক এবং আল্লামা আবদুল্লাহ ইউসুফ আলীর লেখা বিখ্যাত গ্রন্থ ‘দ্য হলি কুরআন’ এর সফল বাংলা অনুবাদক রফিকুর রহমান চৌধুরী (আর আর সি) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি চার ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার শিক্ষার্থীদের মধ্যে অনেকেই দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত।

বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে শহীদী মসজিদ চত্বরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এসএম

Link copied!