Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

জয়দেবপুর স্টেশনে অবস্থান কর্মসূচি, ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২২, ১০:৫৬ এএম


জয়দেবপুর স্টেশনে অবস্থান কর্মসূচি, ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামে একটি সংগঠনের সদস্যরা।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ৭টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এতে স্টেশনে উভয়মুখী কয়েকটি ট্রেন আটকে রয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে-মাসিক টিকিট পুনরায় চালুকরণ, স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি দেওয়া, স্টেশনের উন্নয়ন ও রেলগেটের সমস্যা দূরীকরণ। এ ছাড়া আরও দাবি তুলে ধরেছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা জানান, ৭০ লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর স্টেশনের ন্যূনতম উন্নয়ন না হওয়া, আন্তনগর ৯টি ট্রেন স্টপেজ না দেয়া এবং টিকিট স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ দিনদিন প্রকট হচ্ছে।

সমস্যাগুলো সমাধানে দীর্ঘদিন যাবৎ রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। প্রতিবারই সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই আজ সকাল থেকে জয়দেবপুর স্টেশনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে সাধারণ মানুষও যোগ দিয়েছেন।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, আজ সকাল ৭টা থেকে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এতে স্টেশনের দুপাশে কয়েকটি ট্রেন আটকে রয়েছে।

এআই

Link copied!