Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

জলঢাকায় হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২২, ০১:৩৬ পিএম


জলঢাকায় হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

নীলফামারীর জলঢাকায় হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ৮৮ জন রোগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আর ভর্তি হওয়াদের অধিকাংশই শিশু রোগী।

বর্তমানে (০৪ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১৬ জন শিশু, ২ জন নারী ও ১ জন পুরুষ ডায়রিয়া আক্তান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে ডায়রিয়া আক্তান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের ফ্লোরে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু রেজওয়ানুল কবীর বলেন, ‘‘আবহাওয়া পরিবর্তন ও সঠিকভাবে পরিস্কার পরিচ্ছন্ন না থাকার কারণে ডায়রিয়া আক্তান্তের সংখ্যা বৃদ্বি পাচ্ছে। সময়মত সঠিক চিকিৎসা গ্রহণ করলে সুস্থ্য হয়ে যাবে।’’

এআই 
 

Link copied!