Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগও মাঠে থাকবে: ওবায়দুল কাদের

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৩, ০৪:০৪ পিএম


আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগও মাঠে থাকবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তায় ১৬ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সর্তক অবস্থানে থাকবে। 

তিনি বলেন, ‘রাজনীতিতে বিষোদগার আওয়ামী লীগ চায় না, সবাইকে আন্তরিক হতে হবে। সংকটকে সম্ভাবনায় রূপ দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা৷ তার কারণে দেশ এগিয়ে যাচ্ছে ৷ বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগও মাঠে থাকবে।’

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এপ্রিল বা মে মাসে চট্টগ্রামে টানেলের উদ্বোধন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামে মেট্রোরেলের ফিজিবিলিটি স্টাডি শেষ, আগামী ৩১ জানুয়ারি এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘যুদ্ধের কারণে সামনে কঠিন চ্যালেঞ্জ। বিশ্বের এক তৃতীয়াংশ দেশ মন্দার কবলে ৷ এখনও আমরা স্থিতিশীল ৷ রিজার্ভ ঠিক রাখা কঠিন, যদিও বাংলাদেশের রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার। যা দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। বাংলাদেশ বিপদে আছে। জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে দেশ ঘুরে দাঁড়াবে।’

এতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ন্থানীয় রাজনীতিবিদেরা উপস্থিত ছিলেন।

টিএইচ

Link copied!