Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

মির্জাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৩:০০ পিএম


মির্জাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ওভারটেক করতে গিয়ে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার উয়ার্শী-বালিয়া সড়কের রাজনগর ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার ধামরাইয়ের দিক থেকে আসা ইট ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-৬০৩৯) রাজনগর অংশে চলমান থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি মোটরসাইকেল ( ঢাকা মেট্রো ল ৪৬-৬১৪০) ট্রাকটিকে অতিক্রম করতে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। 

মোটরসাইকেলের দুই যাত্রী কাত হয়ে পড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের পিছনে বসা নারীর যাত্রীর মাথা চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলের চালকও ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। 

এব্যাপারে মির্জাপুর থানার এসআই মিনহাজ উদ্দিন বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেছি। ট্রাকটি পুলিশ আটক করেছে তবে ট্রাক চালক পালিয়েছেন।

এইচআর

 

Link copied!