লক্ষ্মীপুর প্রতিনিধি:
সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৪:৩৮ পিএম
লক্ষ্মীপুর প্রতিনিধি:
সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৪:৩৮ পিএম
‘বহু ভাষায় শিক্ষার প্রসার, পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খিসা, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ক.খ মো. আলাওল হাদী, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন ও ডরপের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার দিদার উদ্দিন।
এসময় বক্তারা বলেন, সাক্ষরতা এবং উন্নয়ন একই সূত্রে গাঁথা। নিরক্ষরতা উন্নয়নের অন্তরায়। টেকসই সমাজ গঠনের জন্য যে জ্ঞান ও দক্ষতা প্রয়োজন তা স্বাক্ষরতার মাধ্যমেই অর্জন সম্ভব।
এসকে/বিআরইউ