Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

নাগরপুরে মুক্তিযোদ্ধা আব্দুস সালামের দাফন সম্পন্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নভেম্বর ২৩, ২০২৪, ০৪:৩৫ পিএম


নাগরপুরে মুক্তিযোদ্ধা আব্দুস সালামের দাফন সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার আসনের সাবেক এমপি (বাতেন বাহিনীর প্রধান) বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন এর বড় ভাই রিক্রুটিং ও ব্যবস্থাপনা কর্মকর্তা বাতেন বাহিনী ও কোনড়া উচ্চ বিদ্যালয়ে‍‍`র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম (৮৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৩ নভেম্বর) উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। এই বীর মুক্তিযোদ্ধাকে বাদ জোহর সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম নাগরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ,শাহারিয়ান নাছির জয় সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়-স্বজন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি মৃত্যুকালে ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

বিআরইউ

Link copied!