লালপুর (নাটোর) প্রতিনিধি:
নভেম্বর ২৬, ২০২৪, ১২:২১ পিএম
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নভেম্বর ২৬, ২০২৪, ১২:২১ পিএম
নাটোরের লালপুরে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক এবং হাসপাতালে নেওয়ার পরে ট্রাক ড্রাইভারও নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আলফু (৫৫) ও মোস্তাকিম শেখ (২৩) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন- ট্রাক ড্রাইভার মোস্তাকিম হোসেন (২৪) ও অটোরিকশা চালক মোহাম্মদ আলফু। এছাড়া ট্রাকের হেলপারকে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কদমচিলান বাসস্ট্যান্ড এলাকায় পাবনা থেকে নাটোরগামী মালবোঝাই ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশা চালক ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া ট্রাকের চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোস্তাকিম মারা যায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিআরইউ