ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

কাব স্কাউটদের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলার আহ্বান মাগুরা জেলা প্রশাসকের

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জুন ১৮, ২০২৫, ০৭:৩০ পিএম

কাব স্কাউটদের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলার আহ্বান মাগুরা জেলা প্রশাসকের

'আজকের কাব, আগামীর পথপ্রদর্শক'—এই ধারণাকে সামনে রেখে মাগুরায় অনুষ্ঠিত হলো “কাব কার্নিভ্যাল ২০২৫” বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ের মতবিনিময় সভা।

১৮ জুন সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

সভায় মাগুরা জেলা স্কাউটসের কমিশনার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কাব স্কাউট ইউনিট লিডারসহ প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক বলেন, “মাগুরা জেলায় বর্তমানে প্রায় ৭৫টির বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে হাজারো শিশু শৃঙ্খলা, নেতৃত্ব, সেবাবোধ এবং আত্মনির্ভরশীলতার শিক্ষা নিচ্ছে।”

তিনি আরও বলেন, “শিশুর মানসিক বিকাশের জন্য পাঠ্যপুস্তক যথেষ্ট নয়, তাদের চরিত্র গঠনের জন্য স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসন কাব কার্নিভ্যাল আয়োজনের প্রতিটি পর্যায়ে সহযোগিতা করবে।”

সভায় বিগত বছরগুলোর সফল আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরেন কাব স্কাউট ইউনিট লিডাররা। তারা জানান, ২০২২ ও ২০২৩ সালে উপজেলার কয়েকটি স্কুলভিত্তিক কাব ক্যাম্পে শিশুদের মধ্যে চমৎকার সাড়া মিলেছে।

২০২৫ সালের কার্নিভালে অংশ নেবে জেলার চারটি উপজেলার ৬০টির বেশি কাব ইউনিট। আয়োজনের মধ্যে থাকবে— উদ্বোধনী র‍্যালি, কাব মার্চপাস্ট, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, knotting demonstration, ছোট নাটিকা, সচেতনতামূলক গান, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মূল্যবোধ ভিত্তিক গল্প উপস্থাপনা।

জেলা স্কাউট কমিশনার সভায় জানান, মাগুরার শিশুদের মধ্যে কাব স্কাউটিংয়ের মাধ্যমে দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটছে, যা দীর্ঘমেয়াদে একটি নৈতিক ভিত্তিসম্পন্ন প্রজন্ম গড়ে তুলবে।

সভা শেষে শিশুদের অংশগ্রহণে একটি প্রতীকী পতাকা বৈঠক এবং স্কাউট প্রতিজ্ঞা পাঠ অনুষ্ঠিত হয়।

আরএস

Link copied!