ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

আড়াইহাজারে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জুলাই ৫, ২০২৫, ০৬:০৩ পিএম

আড়াইহাজারে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবা মাহবুব হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় ঘাতক ছেলে মো. ইয়াসিন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সকালে রূপগঞ্জের হাটাব ওয়াটা কেমিক্যাল মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (৪ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে। নিহত মাহবুব হোসেন পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে। মাহবুব হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ইয়াসিন ঘরে থাকা হাতুড়ি দিয়ে বাবার মাথা ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে।

পরিবারের সদস্যরা আহত মাহবুব হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক ছেলে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ইয়াসিনের ছোট ভাই রূপগঞ্জের এক মাদরাসায় লেখাপড়া করে। ইয়াসিন তার ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে মাদরাসা এলাকায় ঘোরাঘুরি করছিল। সন্দেহ হলে মাদরাসার ছাত্ররা তাকে চিনে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় ছেলে ইয়াসিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ইয়াসিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও পেছনের মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট জানার চেষ্টা করছে তদন্তকারী দল।

বিআরইউ

Link copied!