ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

যশোরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

জুলাই ৫, ২০২৫, ০৬:১৪ পিএম

যশোরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু

তুলা আবাদে কৃষকদের আগ্রহ বাড়াতে যশোরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু করেছে তুলা উন্নয়ন বোর্ড। ২০২৪-২৫ অর্থবছরের সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

শনিবার (৫ জুলাই) যশোরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা অনুবিভাগ) মো. আবু জুবাইর হোসেন বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন, তুলা উন্নয়ন বোর্ড যশোরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ড. কামরুল হাসান, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার বিজ্ঞানী ও তুলাচাষিরা।

যশোর জেলার সাতটি উপজেলায় চলতি ২০২৫–২৬ মৌসুমে ২০৫০ জন তুলাচাষিকে এই কর্মসূচির আওতায় বিনা মূল্যে কৃষি উপকরণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিকভাবে ৫০ জন কৃষকের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

প্রত্যেক কৃষক পাচ্ছেন ৮ হাজার টাকা মূল্যমানের ইউরিয়া, টিএসপি, এমওপি এবং জমিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণ।

তুলা উন্নয়ন বোর্ড জানায়, উন্নত প্রযুক্তি ও সরকারি সহায়তায় তুলাচাষে কৃষকরা আগের তুলনায় বেশি লাভবান হচ্ছেন। এক বিঘা জমিতে গড়ে ২০ মণ পর্যন্ত ফলন হচ্ছে। গত বছর তুলার প্রতি মণ বিক্রি হয়েছে গড়ে ৪ হাজার টাকায়, যা কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

প্রণোদনা পাওয়া তুলাচাষি আবদুল কুদ্দুস বলেন, “গত বছর তুলা বিক্রি করে ভালো লাভ হয়েছিল। এবার বিনা পয়সায় সার ও উপকরণ পেয়েছি। আশা করছি আরও ভালো ফলন হবে।”

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন বলেন, “সরকার তুলাচাষ সম্প্রসারণে অগ্রাধিকার দিচ্ছে। প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা এই চাষকে আরও লাভজনক করতে চাই।”

বিআরইউ

Link copied!