সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ১৯, ২০২৫, ০৪:০২ পিএম
কুড়িগ্রামে '২৪-জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ' নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে শহরের কলেজ মোড় এলাকায়, কুড়িগ্রাম স্টেডিয়াম সংলগ্ন স্থানে স্মৃতি স্তম্ভের নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, শহীদ নুর আলমের স্ত্রী খাদিজা খাতুন, শহীদ আশিকের পিতা চাঁদ মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, এনসিপির জেলা সমন্বয়ক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ জুলাই যোদ্ধারা।
ইএইচ