নরসিংদী প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৫, ০৪:১৩ পিএম
নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা লেখনির মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন, যা অনেকের স্বার্থের বিরুদ্ধে যায়। সাংবাদিক আকরাম হোসেন নরসিংদীতে দেশ টিভির মাধ্যমে বিভিন্ন রাঘববোয়ালের দুর্নীতি প্রকাশ করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা গত ৯ মে রাতে তার ও পরিবারের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালায়। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান।
বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুইজনকে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে মুক্তি পেয়েছে। এখনো মূল হোতাকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি, ফলে আকরাম হোসেন এখনো হুমকির মুখে রয়েছেন।
তারা অবিলম্বে হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক মো. খায়রুল ইসলাম, শাহাদাত হোসেন রাজু, তৌকির আহমেদ, ফাহিমা খানম, আশিকুর রহমান, মোস্তাক আহমেদ, শরিফ ইকবাল রাসেল, শামীম মিয়া, তৌহিদুর রহমান মিঠু, হৃদয় খান, এনামুল হক রানা, সুজন বর্মণ, আমিনুর রহমান সাদি প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ মে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসান সিএনজি ফিলিং স্টেশনে আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা হামলার সময় প্রাণনাশের হুমকিও দেয়।
ইএইচ