টাঙ্গাইল প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৫, ০৪:২৮ পিএম
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি কুদরত-ই-এলাহীর গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ব্যবসায়ীরা।
শনিবার দুপুরে টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সমবায় মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক রাহেলা জাকির লিখিত বক্তব্যে বলেন, “সারা দেশের মতো টাঙ্গাইলেও সমবায় ব্যাংকের সভাপতির পদ দখল করে কুদরত-ই-এলাহী কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার নেতৃত্বে ব্যাংকটির আর্থিক ভিত্তি ধ্বংস হয়ে গেছে। তিনি মার্কেট উন্নয়নের নামে দোকান ভেঙে ফেলে দশতলা ভবন নির্মাণের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেছেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো ভবন নির্মাণ হয়নি, বরং দোকান হারিয়ে অনেক ব্যবসায়ী আজ পথে বসেছেন। এর মধ্যে অন্তত ৩০ জন ব্যবসায়ী মানবেতর জীবনযাপন শেষে মারা গেছেন।”
তিনি আরও জানান, এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুদরত-ই-এলাহীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল জেলা কার্যালয়ে পাঁচটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
ব্যবসায়ীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইএইচ