আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
জুলাই ১৯, ২০২৫, ০৪:৪৬ পিএম
‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সাগর ভাইয়ের স্মরণে, ভয় করি না মরণে’—এমন স্লোগানে মুখর হয়ে শহীদ রিদওয়ান হোসেন সাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহবাসী।
শনিবার সকালে ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ে নির্মিত শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণআন্দোলনে শহীদ তরুণ রিদওয়ান হোসেন সাগরের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল ইসলাম, শহীদ সাগরের পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় রিদওয়ান হোসেন সাগরের আত্মত্যাগ জাতিকে প্রেরণা দেয়। তার সাহসিকতা ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে ময়মনসিংহের জুলাই-আগস্ট গণআন্দোলনের নেতৃবৃন্দ স্লোগান ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে শহীদ সাগরের বীরত্বগাথা স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে জনগণের ন্যায্য অধিকার আদায়ে চলমান আন্দোলনের সময় ময়মনসিংহে পুলিশের গুলিতে শহীদ হন তরুণ রিদওয়ান হোসেন সাগর।
ইএইচ