বরিশাল ব্যুরো
জুলাই ১৯, ২০২৫, ০৪:৫৭ পিএম
“মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয়” শীর্ষক একটি গোলটেবিল বৈঠক বরিশালে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বরিশাল শহরের পুলিশ লাইন রোডের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করে মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি নিউ লাইফ’ ও নারী বিষয়ক সাময়িকী ‘জাগো নারী’।
বৈঠকে মাদকাসক্তির ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং পুনর্বাসন প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা হয়।
বক্তারা বলেন, শুধু আইনপ্রয়োগকারী সংস্থার প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য পরিবার, সমাজ এবং চিকিৎসা ব্যবস্থাকে একযোগে কাজ করতে হবে।
‘দি নিউ লাইফ’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে মাদক নিরাময় কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করার আহ্বান জানান।
বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড বলেন, “মাদক নিরাময়ের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিহার্য। অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি মনোযোগী হতে হবে এবং তাদের সঙ্গে সময় কাটাতে হবে।” তিনি দক্ষিণাঞ্চলে ‘দি নিউ লাইফ’-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দি নিউ লাইফ’-এর পক্ষ থেকে দীপ্ত টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রতিনিধি মর্তুজা জুয়েল। বৈঠকে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক তানভীর হাসান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, গণমাধ্যমকর্মীসহ বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
ইএইচ