সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ১৯, ২০২৫, ০৬:১২ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিজ্ঞতা ও অনুভূতি সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নানা পেশার মানুষ।
এই কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম জেলা রোভার স্কাউটের সহযোগিতায় ১ হাজার পোস্টকার্ড বিতরণ করে অনুভূতি সংগ্রহের কাজ চলছে।
জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী জানান, “জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নোটস্ অন জুলাই’ কর্মসূচির আওতায় গণঅভ্যুত্থান জুলাই-কে স্মরণ করে মানুষের অভিজ্ঞতা ও অনুভূতি সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ স্কাউটস জেলা রোভার সদস্যরা এতে সহায়তা করছে।”
এই কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান তিনি।
ইএইচ