মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
জুলাই ১৯, ২০২৫, ০৭:৫৫ পিএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় ফেনীতে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহীদদের নিজ নিজ এলাকার উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১১টায় ফেনী সদর উপজেলা পরিষদ চত্বরে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তা, শহীদ ছাইদুল ইসলাম শাহীর পিতা মো. রফিকুল ইসলাম, শহীদ ওয়াকিল আহম্মদ শিহাবের মাতা মাফুজা আক্তার, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
কর্মসূচির আওতায় ফেনী সদর উপজেলায় দুটি (চম্পা ও বকুল), সোনাগাজী উপজেলায় তিনটি (বকুল, সোনালু ও জারুল), দাগনভূঞা উপজেলায় তিনটি (কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু), ফুলগাজী উপজেলায় একটি (বকুল) এবং পরশুরাম উপজেলায় একটি (জলপাই) গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইএইচ