জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি:
জুলাই ২০, ২০২৫, ০৬:০৬ পিএম
খাগড়াছড়িতে বিএনপির উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের’ স্মরণে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার পরিকল্পনা ও নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।
রোববার (২০ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বরে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
কর্মসূচির প্রথম দিনেই ১০ হাজারের বেশি চারা বিতরণ করা হয় এবং খাগড়াছড়ি পৌর শহরের প্রায় এক কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন নেতাকর্মী।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, জুলাই ও আগস্ট মাসে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। শহীদদের স্মৃতি রক্ষার পাশাপাশি এই উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় রয়েছে।
বিআরইউ