Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বৃষ্টিতে খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক

মার্চ ৩০, ২০২১, ০৭:১০ এএম


বৃষ্টিতে খেলা বন্ধ

প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারের পর মঙ্গলবার (৩০ মার্চ) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল এবং ফিন অ্যালেন শুরুতেই ঝড় তোলেন। সেই ঝড় থামান তাসকিন আহমেদ। 

এরপরই সাইফউদ্দিন ও শরিফুল তুলে নেন উইকেট। নিউজিল্যান্ড ১২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে। এরপরই শুরু হয়েছে বৃষ্টি।

ক্রিজে থাকা গ্লেন ফিলিপস ১৭ বলে ৩০ রান করেছেন। তার সঙ্গী মার্ক চ্যাপম্যান। এর আগে ক্যাচ পড়ে জীবন পাওয়া ফিন অ্যালন ১০ বলে ১৭ রান করে আউট হয়েছেন। গাপটিলকে ২১ রানে তাসকিনের হাতে দুর্দান্ত এক ক্যাচে পরিণত করেছেন সাইফউদ্দিন।

এরপর ১৫ রান করে ফিরেছেন ডেভন কনওয়ে। মাহেদির বলে আউট হওয়া উইল উইংয়ের ব্যাট থেকে আসে ১৪ রান।  

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে নিজেদের পঞ্চম ম্যাচে এসে টস জিতিছে বাংলাদেশ। দ্বিতীয় এই টি-২০ ম্যাচে দলে এসেছে একটি পরিবর্তন। 

একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। দলে ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডের বোলিং আক্রমণেও এসেছে একটি পরিবর্তন। পেসার লকি ফার্গুসনের পরিবর্তে দলে ঢুকেছেন অ্যাডাম মিলনে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শেখ মাহেদি, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল উইং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডারলি মিশেল, টিম সাউদি, ইশ শোধি, হ্যামিশ ব্যানেট, অ্যাডাম মিলনে।

আমারসংবাদ/এআই