Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বদলেছে শুধু সময়, এখনও ভারতের ত্রাস আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৫, ২০২১, ০৬:৪০ এএম


বদলেছে শুধু সময়, এখনও ভারতের ত্রাস আফ্রিদি

একই পদবী, একই জার্সি নম্বর, একই দাপট, বদলেছে শুধু সময়, এখনও ভারতের ত্রাস আফ্রিদি

বিরাটের ৫৭ রানের হাত ধরেই ভারতের ইনিংস শেষ হয় ১৫১ রানে। কোহলি ছাড়াও ঋষভ পন্ত ৩০ বলে ৩৯ রান করেছেন। ভারতের বাকি ব্যাটসম্যানরা কেউ ১৫ রানের গণ্ডিও টপকাতে পারেননি। তবু শেষ রক্ষা হয়নি। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

তিন বছর আগে শহিদ আফ্রিদি অবসর নিয়েছিলেন ক্রিকেট থেকে। কিন্তু তিন বছর পর সেই আফ্রিদিই আবার ভারতের ত্রাস হয়ে ফিরে এলেন ২২ গজে। রবিবার আফ্রিদির দাপটেই গুটিয়ে গেল ভারত। হারল ১০ উইকেটে। 

তবে শহিদ আফ্রিদি নন। রবিবার শাহিন আফ্রিদির দাপটে হার মানল ভারত। সুপার-টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। ম্যাচের শুরু থেকেই শাহিন আফ্রিদি নিজের দাপট দেখাতে শুরু করেন। ভারতের ১ রানের মাথায় রোহিত শর্মাকে ফেরান তিনি। মাত্র ১ বল খেলেই শূন্য রানে আফ্রিদির বলে এলবিডব্লিউ হন রোহিত।

আমারসংবাদ/ইএফ