Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কমনওয়েলথ ক্রিকেট খেলতে মালয়েশিয়ায় যাচ্ছেন টাইগ্রেসরা

মোহাম্মদ রনি সিকদার, মালয়েশিয়া

জানুয়ারি ৮, ২০২২, ০৮:৪০ এএম


কমনওয়েলথ ক্রিকেট খেলতে মালয়েশিয়ায় যাচ্ছেন টাইগ্রেসরা

মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ উইমেন্স ক্রিকেট টি-২০ গেমস বাছাইপর্ব খেলতে শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কুয়ালালামপুরে পৌঁছে সাত দিন থাকতে হবে কোয়ারেন্টিনে। 

১৭ জানুয়ারি প্রাকটিস ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং ১৮ জানুয়ারি শুরু হবে কোয়ালিফায়ার রাউন্ড, প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া, ১৯ জানুয়ারি মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

চলতি বছরের জুলাইতে যুক্তরাজ্যের বারমিংহামে অনুষ্ঠিত হবে ২২তম কমনওয়েলথ গেসম। এই গেমসের একটি ইভেন্ট নারী ক্রিকেট। চলতি মাসে মালয়েশিয়ায় হবে আইসিসি কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের বাছাইপর্ব। সেখানে অংশ নিবে বাংলাদেশ ক্রিকেট দল।

ইতিমধ্যে, জ্যোতিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তুত রযেছে আরও তিন জন।

১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, শবনম মুস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুরাইয়া আজমিন।

এদিকে খবরটি জানা মাত্রই মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশীরা বিদেশে বসে দেশীয় জাতীয় দলের খেলা দেখার অপেক্ষায় দিন গুনছেন। 

আমারসংবাদ/এআই