Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কুষ্টিয়ায় নব্য জেএমবির তিন নারী জঙ্গী আটক

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

জুলাই ১, ২০১৭, ১২:০১ পিএম


কুষ্টিয়ায় নব্য জেএমবির তিন নারী জঙ্গী আটক

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া তালতলা মসজিদের পাশে একটি টিনসেডের এক তলা বাড়ীতে অভিযান চালিয়ে নব্য জেএমবির আমীর আইয়ুব আলীর স্ত্রীসহ তিন নারী জঙ্গীকে আটক করেছে কাউন্টার টেররিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ। এ সময় অভিযানে দুইটা সুইসাইডাল ভেষ্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানিয়েছেন, রাত ১২টার দিকে কাউন্টার টেরিরেজম এর একটি ইউনিটের তথ্যর ভিত্তিতে খবর পায় কুষ্টিয়া ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়ীতে জঙ্গিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়।রাত ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে বাড়ীতে অভিযান চালালে একজন মহিলা সুইসাইড ভেষ্ট পরিহিত অবস্থায় পুলিশের উপর হামলার চেষ্টা চালায়।

এ সময় পুলিশ সদস্যরা তা বিষ্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে বলে পুলিশ দাবী করেছে। পরে পর্যায়ক্রমে আরও দুই জন মহিলাকে আটক করতে সক্ষম হয় তারা। এ সময় জঙ্গী তিথি ও সুমাইয়ার শিশু সন্তান সাথে ছিল। পুলিশের দাবী জঙ্গি আস্তানার বাড়ীর মালিকের নাম নাসিমা খাতুন। প্রায় দুই মাস আগে জঙ্গীরা বাড়িটি ভাড়া নেয়।

আটককৃত তিনজন জঙ্গি মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বর্তমানে নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চুর ওরফে সজিবের স্ত্রী তিথি ও নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড’র স্ত্রী সুমাইয়া ও অজ্ঞাত একজন মহিলা রয়েছে। বর্তমানে বাড়ীর আশপাশ এলাকা থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হয়েছে। জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঢাকা থেকে বোমা নিন্ত্রিয় দলের আসার অপেক্ষায় রয়েছে।