Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সিরাজদীখানে মাস্ক না পরায় জরিমানা

সিরাজদীখান প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২০, ১১:১০ এএম


সিরাজদীখানে মাস্ক না পরায় জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ‘নো-মাস্ক নো-সার্ভিস’ সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাস্ক না পরায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  

সোমবার (৩০ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার মোড়ে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় তিনি পথচারি, যানবাহনের চালক ও যাত্রীদের কে মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন এবং মাস্ক না পড়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৫ জনকে ১৭০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা জনসাধারণকে মাস্ক ছাড়া যাতে হাট-বাজার রাস্তা ঘাট ও যানবাহনে না উঠে সে লক্ষ্যে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছি। আর যানবাহনের চালকদেরকে বলে দিয়েছি মাস্ক ছাড়া গাড়িতে না উঠাতে। ঘর থেকে বের হলেই বাধ্যতামূলক মাস্ক পরতে হবে জনসাধারণকে। তা না হলে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারসংবাদ/কেএস