Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

কেরানীগঞ্জে প্রায় সড়ে তিন কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

কেরানীগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২১, ১১:১৫ এএম


কেরানীগঞ্জে প্রায় সড়ে তিন কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে প্রায় সাড়ে তিন টাকা মূল্যের কারেন্ট জাল আটক করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে কুচিয়ামোড়া-আব্দুল্লাহপুর এলাকার প্রথম ধলেশ্বরী ব্রিজে অভিযান চালিয়ে কারেন্ট জালগুলো আটক করে। 

এ সময় অবৈধ কারেন্ট জাল বহন করায় গাড়ির চালক সোলায়মান জাফর (৪০) ও গাড়ির মালিক কামাল হোসেন (৪২) কে ৫ হাজার টাকা করে জরিমানা করে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের নেতৃত্বে মোবাইল কোর্ট। এ সময় নারায়নগঞ্জ জেলার পাগলা স্টেশন কমান্ডার লেপ্ট্যান্ট কর্নেল আশমাদুল ইসলামসহ কোষ্টগার্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী শরীফ হোসইন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের নেতৃত্বে ধলেশ্বরী ব্রীজের উপর মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ১৮ বস্তা কারেন্ট জালসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়। উদ্ধারকৃত কারেনট জাল গুলো পরে উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধবংস করা হয়।

আমারসংবাদ/কেএস