Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

গুলশানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৬, ২০২১, ০১:৩৫ পিএম


গুলশানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়েছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ ও মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বাজারজাত করায় দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে । ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ মামলা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির মধ্যে মিঠাইওয়ালাকে ৪০ হাজার এবং ইউনিমার্টকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।

আমারসংবাদ/আরএইচ