Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

‘আবরারের পোস্টটি হাজার হাজার শেয়ার করুন’

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৭, ২০১৯, ০৯:৪৩ এএম


‘আবরারের পোস্টটি হাজার হাজার শেয়ার করুন’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে রোববার রাতে শের-ই বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে ঢাবিতে চলছে উত্তেজনা। আবরারকে নিয়ে এবার স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল। স্ট্যাটাসটি আমার সংবাদের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

বুয়েটের হতভাগ্য ছাত্র আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে গতরাতে। পারিপার্শিক সকল আলামতে এটি স্পষ্ট যে খুনটা করেছে বুয়েট ছাত্রলীগের কিছু নেতা কর্মী। কেন খুন করা হলো আবরারকে?

ভারত-বাংলাদেশে অসম সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন তোলার কারণে? শিবির করার কারণে? এসব কারণে কাউকে হত্যা করার সুযোগ কি আছে বাংলাদেশের কোন আইনে? ছাত্রলীগকে কাউকে পেটানোর বা হত্যা করার অধিকার কি দেয়া হয়েছে কোন কেতাবে?

এসবের উত্তর হচ্ছে- না। কেউ ভারতের সমালোচনা করলে, সরকারের ভারতনীতির সমালোচনা করলে, ভিন্নমত পোষণ করলে এমনকি কেউ শিবির করলেও এ কারণে তাকে হত্যা, অত্যাচার, আটক বা পুলিশের কাছে সোপর্দ করার অধিকার নেই ছাত্রলীগের (বা অন্য কারো)। অথচ এরকম কাজ বহুবার করেছে তারা গত দশ-বারো বছরে।

আববার হত্যার বিচার অবশ্যই করতে হবে। হত্যাকারীদের বিচার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আর না হলে কেউ ভিন্নমত পোষণ করলে বা দেশের পক্ষে কিছু বললে ছাত্রলীগ তাকে পিটিয়ে মেরে ফেলতে পারবে-এমন একটা আইন করতে হবে এদেশে!

আরও পড়ুন: যে স্ট্যাটাসের পর বুয়েটছাত্রের মৃত্যু

যে পোস্ট দেয়ার কারণে হত্যা করা হয়েছে আবরারকে তা হাজার হাজার শেয়ার করুন। প্রশ্ন তুলুন নিজের দেশের পক্ষে কথা বলার ‘অপরাধে’ মেরে ফেলার সিস্টেমটা কে বা কারা চালু করেছে এদেশে? কারা ছাত্রলীগকে দিয়ে করাচ্ছে এসব? কাদের নির্দেশে চলে এখন ছাত্রলীগ?

আবরারের জন্য দোয়া করুন। দেশের জন্য, মানুষের জন্য কথা বলার এই মৃত্যুকে বৃথা যেতে দিবেন না।

বাংলাদেশের বিরুদ্ধে যারা থাকবে তাদের মুখোশ উন্মেচন করুন। এটাই মুক্তিযুদ্ধের আসল চেতনা।

আরআর