Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

আবরার হত্যা নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৮, ২০১৯, ০২:১৯ পিএম


আবরার হত্যা নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিবাদ চলছে। প্রতিবাদে শরিক হয়েছেন সর্বস্তরের মানুষ। নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানালেন আলোচিত ওয়ায়েজ, আলেম মাওলানা মিজানুর রহমান আল আজহারী।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন- দেশ প্রেমিকরা আজ দেশে নিরাপদ নয়। দেশের স্বার্থে কথা বলা যেন এদেশে মহা অপরাধ। তাহলে প্রকৃত দেশ ও স্বাধীনতা বিরোধী কারা?

বাংলাদেশের নাগরিক হয়েও, বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলায়, জীবন দিতে হয় বাংলাদেশীদের হাতেই। ওরা কেমন বাংলাদেশী??

হৃদয়ের সবটুক ঘৃনা, ক্ষোভ ও নিন্দা সেইসব নরাধমদের প্রতি, যারা কাপুরুষোচিতভাবে হত্যা করছে দেশের শ্রেষ্ঠ সন্তানদের। ওদেরকে চিহ্নিত করে, দেশদ্রোহিতার কারণে এমন শাস্তি দেওয়া উচিত, যাতে ভিনদেশের দালালি করতে ওদের অন্তরাত্মা দশবার কেঁপে উঠে।

ভারতের আধিপত্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ ‘আবরার ফাহাদ’ আমাদের হৃদয়ের মনিকোঠায় চির অম্লান হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা আমাদের এই সাহসী দেশপ্রেমিক ভাইটিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিক। আমিন।

আরআর