Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনে চীনা কোম্পানি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২১, ০১:১৫ পিএম


বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনে চীনা কোম্পানি নিয়োগ

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলনের জন্য ৬ বছরের জন্য দায়িত্ব পেয়েছে চীনা প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম। বুধবার (২২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটিকে নিয়োগের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১ হাজার ৪৯ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮২ টাকায় প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

এছাড়া ১৩ কোটি ৮২ লাখ মানুষকে টিকাদানের লক্ষ্যে ১১ কোটি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সংখ্যক অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ মেসার্স জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড থেকে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত ৮০ হাজার টন জ্বালানি তেল জরুরি বিবেচনায় জি-টু-জি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন আহ্বানের মাধ্যমে আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৯ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া আরো কিছু প্রস্তাব অনুমোদন দেওয়া হয় ওই বৈঠক।

আমারসংবাদ/আরএইচ