Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

'রাজনীতিবীদদের হাতে ব্যবসা-বাণিজ্য জিম্মি'

জানুয়ারি ১২, ২০১৫, ০৭:৩৩ এএম


'রাজনীতিবীদদের হাতে ব্যবসা-বাণিজ্য জিম্মি'

 

তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি আতিকুল ইসলাম বলেছেন দেশে রাজনীতিবীদদের কাছে ব্যবসা-বাণিজ্য জিম্মি হয়ে পড়েছে।
 
সোমবার দুপুরে রাজধানীর বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
 
তিনি বলেন, নানা দুর্ঘটনা ও গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে সৃষ্ট সহিংসতায় বিদেশি ক্রেতারা যখন মুখ ফিরিয়ে নিচ্ছিলেন তখন উদ্যোক্তা, শ্রমিক এবং সংশ্লিষ্টদের প্রচেষ্টায় ঘুরে দাঁড়ায় পোশাক খাত। আগামী ২০২১ সালের মধ্যে ৫০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অথচ গত এক সপ্তাহ ধরে চলা টানা অবরোধে চরম হুমকিতে পড়েছে দেশের পোশাক খাত। এ অবস্থায় ব্যাপক লোকসানের মুখে পড়বে এ খাত।
 
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজিএমইএ সভাপতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ অবস্থায় আমরা বিপাকে পড়েছি। হুমকির মুখে পড়েছে পোশাক খাত।
 
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনীতিবীদরা কর্মসূচি দিয়ে ব্যবসা-বাণিজ্যকে জিম্মি করে ফেলেছেন। তিনি ধ্বংসাত্মক কর্মসূচি বাদ দিয়ে বিকল্প কর্মসূচি দিতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানান।