Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

৫ টাকা হবে সরকারি নোট

জানুয়ারি ১৮, ২০১৫, ১১:৪২ এএম


৫ টাকা হবে সরকারি নোট

  

পাঁচ টাকাকে সরকারি নোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার  সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বর্তমানে পাঁচ থেকে এক হাজার টাকা পর্যন্ত সবই ব্যাংক নোট। আর এক ও দুই টাকা সরকারি নোট।

অর্থমন্ত্রী জানান, পুরোনো এক ও দুই টাকার নোটগুলো বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করা হবে। এগুলো ধ্বংস করতে ৩০০ কোটি টাকার মতো ব্যয় হবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের কী লাভ হবে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারের চেয়ে বেশি লাভ হবে মানুষের। অপ্রয়জনীয় (ইউজলেস) টাকা নিয়ে মানুষকে ঘুরতে হয়।

সারাদেশে বর্তমানে সরকারের কত টাকা আছে? জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সারাদেশেই টাকা আছে। তবে কত টাকা আছে তা কখনো গণনা করা সম্ভব হয়নি। শুধু মাত্র ১৯৫৮ সারল মার্শাল ল এর সময় একবার গণনা করা সম্ভব হয়েছিল এর পরে আর হয়নি। তবে আমার এ ধরণের গণনা করার ইচ্ছা নাই। যখন পাঁচ টাকা ছাড়বো তখন কতটাকা উঠানো হচ্ছে তার একটা হিসাব রাখবো।’

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমানসহ অর্থমন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা এবং ব্যবাসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।