Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

২০১৯ সালেই প্রবৃদ্ধিতে বাংলাদেশ ২য় হবে

জানুয়ারি ৩০, ২০১৫, ০৬:২৫ এএম


২০১৯ সালেই প্রবৃদ্ধিতে বাংলাদেশ ২য় হবে


সিএনএন মানির এক পূর্বাভাসে বলা হয়েছে ২০১৯ সালেই অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে আসবে।

সিএনএন মানির পূর্বাভাসে বলা হয়েছে, ৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০১৯ সালে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় প্রথম স্থানে থাকবে ইরাক। ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ থাকবে দ্বিতীয় অবস্থানে। আর দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনৈতিক দেশ ভারত ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে থাকবে তৃতীয় অবস্থানে।

এছাড়া ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে অ্যাঙ্গোলা ও নাইজেরিয়া যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকবে।

যেসব দেশের জিডিপির আকার ১০ হাজার কোটি ডলারের বেশি সেসব দেশ নিয়েই এই পূর্বাভাস তৈরি করেছে সিএনএন মানি।

পূর্বাভাসে বলা হয়েছে, ২০১৪ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ বিশ্বের চতুর্থ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ থেকে ২০১৫ সালে পঞ্চম স্থানে নেমে যাবে। যদিও এ বছর প্রবৃদ্ধির হার আগের বছরের চেয়ে বেড়ে ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত হবে। এক্ষেত্রে তালিকায় বাংলাদেশ থেকে এগিয়ে থাকা দেশগুলোর প্রবৃদ্ধির হারও উল্লেখযোগ্য হারে বাড়বে।

এছাড়া ২০১৬ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি আরো বেড়ে ৬ দশমিক ৮ শতাংশে উন্নীত হবে। তবে ওই বছরও দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশের অবনতি হবে; নেমে যাবে ষষ্ঠ অবস্থানে। ওই বছর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে লিবিয়ার, ২৫ দশমিক ৫ শতাংশ।

পূর্বাভাসে বলা হয়েছে, ২০১৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবস্থানেরও পরিবর্তন হবে। ওই বছর ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশের অবস্থান হবে চতুর্থ।

এরপর ২০১৮ সালে প্রবৃদ্ধির হারে আগের বছরের চেয়ে উন্নতি না হলেও দ্রুত বর্ধনশীল দেশের তালিকায় এক ধাপ অগ্রগতি হবে। আর এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে বাংলাদেশ পরিণত হবে বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে।