Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

২৩ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

ফেব্রুয়ারি ২৬, ২০১৫, ১২:৩৫ পিএম


২৩ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

 

সহিংস রাজনীতির কারণে দেশের অর্থনীতির ক্ষতির মধ্যেও কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন প্রথমবারের মতো ২৩ বিলিয়ন অর্থাৎ ২৩শ' কোটি ডলার ছাড়িয়েছে।
 
রিজার্ভের এ পরিমাণ স্বাধীনতা পরবর্তী সর্বোচ্চ বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
 
বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, “রিজার্ভ আজ ২৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

এর আগে গত ৭ আগস্ট রিজার্ভ প্রথমবারের মতো ২২শ' কোটি ডলারের ঘর অতিক্রম করেছিল বলে তিনি জানান।
 
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত বিনিয়োগে মন্দার কারণে বৈদেশিক মুদ্রার খরচ কম হওয়া, রফতানি আয়ে প্রবৃদ্ধি বজায় থাকা, রেমিট্যান্স প্রবাহ বাড়া এবং বেসরকারি খাতে বিদেশ থেকে ঋণ আসার কারণে রিজার্ভ বাড়ছে। বর্তমানের এ রিজার্ভ ৭ মাসের আমদানি দায় মেটানোর সমান।
 
প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশের এই রিজার্ভ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম অবস্থানে থাকা ভারতের বর্তমান রিজার্ভ রয়েছে ৩১৩ বিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের রিজার্ভ রয়েছে ১৩শ' কোটি ডলারের কিছু বেশি।
 
এর আগে গত ৭ আগস্ট প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২শ' কোটি ডলার অতিক্রম করে। তবে আমদানি ব্যয় বাড়া এবং অক্টোবরে রফতানি ও রেমিট্যান্স কমার ফলে তা আবার ২১শ' কোটি ডলারের ঘরে নেমে আসে। পরে গত ৫ নভেম্বর রিজার্ভ আবার ২২শ' কোটি ডলারের ঘর অতিক্রম করে।