Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

কয়লাভিত্তিক বিদ্যুতে ৩ পয়সা বেশি গুনতে হবে

মার্চ ২, ২০১৫, ০৯:০১ এএম


কয়লাভিত্তিক বিদ্যুতে ৩ পয়সা বেশি গুনতে হবে

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ব্যবহাকারী গ্রাহককে প্রতি ইউনিটে আরো তিন পয়সা বেশি গুনতে হবে।

অর্থাৎ ওই বিদ্যুতের প্রতি ইউনিটে তিন পয়সা করে ট্যারিফ আদায় করা হবে। এ ট্যারিফ দিয়ে বিদ্যুৎ প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন করা হবে।

এই বিধান রেখে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতিমালা ২০১৫ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সরকারের রূপকল্প-২০২১ সাল বাস্তবায়নের লক্ষ্যে ওই সময় নাগাদ ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে এবং ২০৩০ সাল নাগাদ ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

সচিব জানান, বর্তমানে বেশির ভাগ বিদ্যুৎ প্রকল্প গ্যাসভিত্তিক। কিন্তু লক্ষ্যমাত্রায় পৌঁছতে হলে ৫০ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চালু করতে হবে।

 এই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চালু করতে গিয়ে ওই এলাকার যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের জন্য একটা ফান্ড গঠন করা হবে। যার নাম হবে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন তহবিল।

 এই তহবিলের অর্থ দিয়ে প্রকল্প এলাকার জনগণের জীবন ও মানোন্নয়ন কর্মসংস্থান, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, বৃক্ষ রোপন বিভিন্ন কাজে ব্যয় করা হবে।