Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

যে কারণে কারওয়ান বাজারে আলু বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২০, ২০২০, ০৮:২৪ এএম


যে কারণে কারওয়ান বাজারে আলু বিক্রি বন্ধ

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।

জানা গেছে, মূলত প্রশাসনের অভিযান ও জরিমানার ভয়ে তারা আলু বেচা বন্ধ করে দিয়েছেন।

এদিকে আলুর দাম পুনর্নির্ধারণের জন্য কোল্ড স্টোরেজের মালিকরা সরকারের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বৈঠক করবে। এ জন্য তারা আপাতত আলু বিক্রি বন্ধ রেখেছেন।

তবে আজ মঙ্গলবার বিকেল ৩টায় বৈঠক হওয়ার কথা রয়েছে।

হঠাৎ আলু বিক্রি বন্ধ প্রসঙ্গে কারওরান বাজারের পাইকারি ব্যবসায়ী মো. জোবায়ের বলেন, প্রতিদিন প্রশাসনের লোকজন অভিযানে এসে আমাদের বিরুদ্ধে জরিমানা করছে। অযথা জরিমানা দিয়ে ব্যবসা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই এখন থেকে আলু ব্যবসাই করবো না।

এদিকে আজ বাজারে পাইকারি আলুর দাম ছিল ৪২ থেকে ৪৩ টাকা।

আমারসংবাদ/জেডআই