Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

২৫ টাকায় মিলছে আলু

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২১, ২০২০, ০৪:৪৬ এএম


২৫ টাকায় মিলছে আলু

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে আজ বুধবার (২১ অক্টোবর) থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

জনপ্রতি ২ কেজি করে ২৫ টাকা দরে আলু বিক্রয় করছে সংস্থাটি।

একইসঙ্গে পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যেই বিক্রয় করা হচ্ছে।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাজারে সরকারের নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করা হবে। আর এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, আলুর পাইকারি বিক্রেতা, কৃষি বিপণন অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থা এবং বিভাগের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সে সময় তিনি আরো বলেন, দেশে প্রচুর আলুর আবাদ হওয়ায় কোনো ঘাটতি নেই। বন্যা ও বৃষ্টির কারণে সবজির আবাদ কিছুটা ক্ষতি হবার কারণে আলুর চাহিদা বেড়েছে। তবে আলুর দাম সরকার নির্ধারিত মূল্যের বেশি হওয়ার কোনো কারণ নেই।

আমারসংবাদ/জেডআই