Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

অবরোধ-হরতালে ক্ষতি ১৭ হাজার কোটি টাকা

এপ্রিল ১২, ২০১৫, ০৮:০১ এএম


অবরোধ-হরতালে ক্ষতি ১৭ হাজার কোটি টাকা

 চলতি বছরের শুরু থেকে তিন মাসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার কারণে উৎপাদন খাতে প্রায় ১৭ হাজার ১৫০ কোটি টাকা (২ দশমিক ২ বিলিয়ন ডলার) ক্ষতির তথ্য দিয়েছে বিশ্ব ব্যাংক। রোববার এক সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ক্ষতির এই পরিমাণ মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) এক শতাংশ।

যদি রাজনৈতিক অস্থিরতা না থাকত তাহলে চলতি ১০১৪-১৫ অর্থবছরে ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতো। যেহেতু এক শতাংশ ক্ষতি হয়ে গেছে সেহেতু আমাদের হিসাবে ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

রাজনৈতিক অস্থিরতায় উৎপাদন খাতে প্রতিদিন যে ক্ষতি হয়েছে তার ভিত্তিতে এই হিসাব করা হয়েছে বলে জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।