Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সমন্বিত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২০, ১০:৫০ এএম


সমন্বিত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সাল ভিত্তিক) নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ ডিসেম্বর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এতে বলা হয়েছে, ঢাকার ৬৭ কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ৭৭১ পদে নিয়োগ পেতে ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা দেবেন চাকরিপ্রত্যাশীরা। এক ঘণ্টার পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে।

এই সাত ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

নাম ও শূন্য পদের সংখ্যা: সোনালী ব্যাংক লিমিটেড ২৬৪টি, জনতা ব্যাংক লিমিটেড ১৩৯টি, রূপালী ব্যাংক লিমিটেড ২১১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১১৩ টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ৮টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ৩০টি ও কর্মসংস্থান ব্যাংক ৬টি।

আমারসংবাদ/জেআই