Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আয়কর দেয়ার শেষ দিন ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২০, ০৩:২০ পিএম


আয়কর দেয়ার শেষ দিন ৩০ ডিসেম্বর

আয়কর দেয়ার সময় বেড়েছে। আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। চলতি বছর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর সময় বাড়ানো হবে না বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। 
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ কর বর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সব ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এ অবস্থায় আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সম্মানিত করদাতাদের অনুরোধ করা যাচ্ছে।

আমারসংবাদ/এআই