Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

যেসব প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৫, ২০২১, ০৭:৩০ এএম


যেসব প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি

বাজার নিয়ন্ত্রণে মোট ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, দিনাজপুরের রেনু কন্সট্রাকশন ১৫ হাজার টন, জয়পুরহাটের হেনা এন্টারপ্রাইজ ১০ হাজার টন, বগুড়ার আলাল এগ্রো ফুড প্রোডাক্টস ১০ হাজার ও আলাল এন্টারপ্রাইজ পাঁচ হাজার টন, খুলনার কাজী সোবহান ট্রেডিং করপোরেশন ১০ হাজার টন, নওগাঁর দীপ্ত এন্টারপ্রাইজ ১০ হাজার টন, আকাশ এন্টারপ্রাইজ ১০ হাজার টন, ঘোষ অটোমেটিক রাইস মিল ১৫ হাজার টন, জগদীশ চন্দ্র রায় ১০ হাজার টন ও মেসার্স নুরুল ইসলাম ১০ হাজার টন চাল।

রোববার (৩ জানুয়ারি) এসব প্রতিষ্ঠানের নামে অনুমতির চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, এই বরাদ্দপত্র ইস্যুর সাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে সঙ্গে সঙ্গে জানাতে হবে। 

ব্যবসায়ীদের মধ্যে যারা পাঁচ হাজার টন বরাদ্দ পেয়েছেন, তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ চাল এবং ২০ দিনের মধ্যে পুরোটাই দেশে বাজারজাত করতে হবে। এছাড়া ১ লাখ ৫ হাজার টন সেদ্ধ চাল আমদানি করবে। 

চিঠিতে আরও বলা হয়েছে, সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট বাসমতি নয় এমন সেদ্ধ চাল, শর্তসাপেক্ষে আমদানি করা যাবে।

এছাড়া যেসব প্রতিষ্ঠান ১০ থেকে ২০ হাজার টন বরাদ্দ পেয়েছে তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে অর্ধেক এবং ৩০ দিনের মধ্যে সব চাল স্থানীয়ভাবে বাজারজাত করতে হবে বলেও মন্ত্রণালয় থেকে শর্ত দেয়া হয়েছে।

আমারসংবাদ/জেডআই