Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সব হারাতে যাচ্ছে বিটকয়েনে বিনিয়োগকারীরা!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২১, ০৩:২৫ পিএম


সব হারাতে যাচ্ছে বিটকয়েনে বিনিয়োগকারীরা!

দুঃসংবাদ দিয়ে নতুন বছর শুরু হচ্ছে বিটকয়েন বিনিয়োগকারীদের। নিরাপত্তা ঝুকি ও আইনী প্রতিবন্ধকতায় চাপের মুখে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি।

ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের গভর্নিং কাউন্সিলের সদস্য ও আয়ারল্যান্ড সেন্ট্রাল ব্যাংকের গভর্নর গ্যাবরিয়েল মখলুফ বিটকয়েন বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছেন, ‘সব (অর্থ) হারানোর জন্য প্রস্তুত হন।’

তিনি আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি জানি না কেন মানুষ সম্পদকে এমন অবস্থায় রাখে যেটাকে সম্পদ হিসেবে দেখা (প্রচলিত পদ্ধতিতে) যায় না।’

নিরাপত্তার বা ব্যক্তিগত গোপনীয়তার সার্থে অনেকে বিটকয়েনে বিনিয়োগ করেন, এমন ধারণা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের (প্রচলিত ব্যাংকিং) নিয়ম-নীতির মাধ্যমেই তো গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’

এদিকে, ভারতের কেন্দ্র সরকার ২০২১ এর বাজেট অধিবেশনে বিটকয়েন ও এ ধরনের ক্রিপ্টোকারেন্সিকে নিষিদ্ধ ঘোষণা করবে বলে শোনা যাচ্ছে। 

গত নভেম্বরে বেসরকারি ডিজিটাল বৈশ্বিক এই মূদ্রার দর দ্বিগুণ বেড়েছিলো। এর পর টানা কয়েক সপ্তাহ দরপতনের পর ইলন মাস্কের প্রচারণায় আবারো দাম বেড়েছে।

আমারসংবাদ/এমএ