Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

জানুয়ারিতে ১৯৬ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২১, ০৪:৩৫ পিএম


 জানুয়ারিতে ১৯৬ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে সুখবর নিয়ে শুরু হলো ২০২১ অর্থবছর। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ১৯৬ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৬০০ কোটি টাকারও বেশি (প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে)। অর্থাৎ গতবছরের জানুয়ারির তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া তথ্যে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার যা আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের শেষ কয়েক মাসের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স কিছুটা কমেছে। শেষ পাঁচ মাসের সঙ্গে তুলনায় জানুয়ারিতে ২০০ কোটি ডলারের নিচে নেমেছে রেমিট্যান্স। 

তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমারসংবাদ/জেডআই