Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দেশে প্রথমবারের মত অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসটিএম নিয়ে এলো ইউসিবি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১০:৪৫ এএম


দেশে প্রথমবারের মত অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসটিএম নিয়ে এলো ইউসিবি

বাংলাদেশে প্রথমবারের মত অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসটিএম (স্মার্ট টেলার মেশিন) নিয়ে এলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্মার্ট টেলার মেশিনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসটিএম’র উদ্বোধন করেন ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরী রনি। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি জনাব এ টি এম তাহমিদুজ্জামান সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। 

বাংলাদেশে এই ধরনের প্রযুক্তি সম্পন্ন মেশিন প্রথমবারের মতো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড নিয়ে এলো যা আধুনিক সময়ের ব্যাংকিং পরিষেবা দিতে সক্ষম। এসটিএম এ সরাসরি ব্যাংকে না গিয়ে, কোন লাইনে না দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাওয়া যাবে তাৎক্ষণিক এক্যাউন্ট খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রিন্ট, চেক বই রিকুইজিশন সহ অন্যান্য ব্যাংকিং সেবা। 

আমারসংবাদ/কেএস