Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

করোনার দ্বিতীয় ঢেউয়ে পুঁজিবাজারের সকল লেনদেন চালু থাকবে: ডিএসই

অর্থনৈতিক প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২১, ১২:১৫ পিএম


করোনার দ্বিতীয় ঢেউয়ে পুঁজিবাজারের সকল লেনদেন চালু থাকবে: ডিএসই

কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় জনসচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি। সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশ এক সপ্তাহের জন্য লকডাউনে থাকবে। তবে এ সময়ে যেহেতু ব্যাংক খোলা থাকবে, সেহেতু শেয়ারবাজারও খোলা রাখা হবে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে লকডাউন ঘোষণার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ -ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, কোভিড-১৯ মহামারিকালসহ যেকোন সময় ব্যাংকিং কার্যক্রম চললে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের সকল লেনদেন চালু থাকবে। 

শেয়ারবাজার খোলা থাকার বিষয়টি নিশ্চিত করে তিনি আমার সংবাদকে বলেন, এ বিষয়ে গুজবে কান দিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ডিএসই। ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন বলেও টেলিফোনে জানান তিনি।     
                  
করোনার কারণে গত বছরের ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় একটানা ৬৬ দিন লেনদেন বন্ধ ছিল। দীর্ঘ ওই ছুটির পর ৩১ মে থেকে পুনরায় লেনদেন চালু হয়।                                

[media type="image" fid="118212" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

আমারসংবাদ/জেআই