Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

বাড়লো ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক

মে ৩, ২০২১, ০৩:১০ পিএম


বাড়লো ভোজ্যতেলের দাম

বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের পর খুচরা পর্যায়ে বোতলজাত ভোজ্যতেলের দর লিটারপ্রতি ১৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মে) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ১৫ মার্চ প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৩৯ টাকা করা হয়েছিল। এর সঙ্গে আরও দুই টাকা যোগ হয়ে ১৪১ টাকায় বিক্রি হবে সয়াবিন তেল।

বৈঠকের পর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও টিকে গ্রুপের পরিচালক মোস্তফা হায়দার গণমাধ্যমকে বলেন, তেলের দাম যা বাড়ানো হয়েছিল রোজার মাসকে বিবেচনায় রেখে তা আবার ৩ টাকা কমানো হয়েছে।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশি বাজারে লিটার প্রতি ৫ টাকা দাম বাড়াতে চেয়েছিলেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে তারা সেখান থেকে ৩ টাকা ছাড় দিতে রাজি হয়েছেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে ‘অনির্ধারিত বৈঠকে’ দামের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

আমারসংবাদ/জেআই