Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

৫৯ বছরে বাংলাদেশে প্রথম লোকসান গুনলো বাটা

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২১, ১২:৩০ পিএম


৫৯ বছরে বাংলাদেশে প্রথম লোকসান গুনলো বাটা

বাংলাদেশে জুতার জগতে বাটার পরিচয় নতুন করে দেয়ার প্রয়োজন নেই। ১৯৬২ সালে এদেশে পথচলা শুরু করার পর ৫৯ বছরে কখনো লোকসানের মুখোমুখি হতে হয়নি বাটাকে। তবে সে ঐতিহ্য এবার ম্লান করে দিয়েছে করোনা। বাংলাদেশে এই প্রথম লোকসান গুনতে হয়েছে বহুজাতিক কোম্পানি বাটাকে।

প্রতিষ্ঠানটি বলছে, বিক্রিতে ধস নামায় ২০২০ সাল শেষে বাটা মোট লোকসান করেছে ১৩২ কোটি ৬১ লাখ টাকা, যেখানে এর আগের বছর প্রায় ৫০ কোটি টাকা লাভ হয়েছিল।

এদিকে লোকসানের পরই বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ২০২০ সালে শেয়ারপ্রতি ৯৬ টাকা ৯৪ পয়সা লোকসানের তথ্য দিয়ে কোম্পানিটি বলছে, বাটা সু বাংলাদেশ ২০২০ সালে সামগ্রিক ব্যবসায় সংকটের মধ্য দিয়ে গেছে, যা কোম্পানির আয়কে পিছিয়ে দিয়েছে।

বাটা বলছে, মহামারীতে লকডাউনের কারণে ২০২০ সালে দুই ঈদ, পূজা এবং পহেলা বৈশাখের মতো উৎসবগুলোতে তেমন বিক্রি হয়নি। অথচ অন্যান্য বছর এসব উৎসব থেকেই মোট আয়ের ৩০ শতাংশ চলে আসতো। এছাড়া গত বছর ৭৭ শতাংশ ডিলার এবং পাইকারি বিক্রেতা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বাটার হেড অব মার্কেটিং ইফতেখার মল্লিক বলেন, বাটা বাংলাদেশে কখনো এতোটা খারাপ ব্যবসা করেনি। প্রতিবছরই বিক্রি বেড়েছে। করোনার কারণে সমস্ত রপ্তানি বাজার বন্ধ থাকায় ২০২০ সালে তেমন রপ্তানিই করতে পারেনি বাটা।

তবে করোনার কোনো বিধিনিষেধ না থাকলে এ বছরের শেষের দিকেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মল্লিক।