Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

২৮ হাজার ৩৯১ কোটি টাকার কৃষিঋণ নীতিমালা ঘোষণা

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৯, ২০২১, ০৮:৫০ এএম


২৮ হাজার ৩৯১ কোটি টাকার কৃষিঋণ নীতিমালা ঘোষণা

চলতি অর্থবছর কৃষি খাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ধরে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরের জন্য নির্ধারিত ২৬ হাজার ২৯২ কোটি টাকার তুলনায় যা ৭ দশমি ৯৮ শতাংশ বেশি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

করোনাভাইরাসের এ সময়ে গত অর্থবছর অনেক খাতে আশানুরুপ ঋণ বিতরণ না হলেও কৃষিতে বিতরণ হয়েছে ২৫ হাজার ৫১১ কোটি টাকা। মোট লক্ষ্যমাত্রার যা ৯৭ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের নিবিড় তদারকির ফলে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ১১ হাজার ৪৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের জন্য ১৭ হাজার ৩৪৬ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

আমারসংবাদ/ইএফ