Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

চাহিদাই ডলারের দাম বৃদ্ধির কারণ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২১, ০২:৫৫ পিএম


চাহিদাই ডলারের দাম বৃদ্ধির কারণ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে ডলারের দামে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করে না। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময়ে কিছু ডলার কেনাবেচা করলেও তা হস্তক্ষেপ নয়।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  এসব কথা বলেন।

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ কমাতে বলেছে আইএমএফ। এ কারণে ডলারের মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে কি-না, এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন,  আইএমএফ কি বলেছে, তা তার জানা নেই। আইএমএফ দেশের উন্নয়ন অংশীদার। বিভিন্ন বিষয়ে সংস্থাটি পরামর্শ দিতে পারে। তবে সরকার নিজস্ব নীতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকে। দেশের ডলারের দাম নির্ধারিত নয় বাজারে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে। চাহিদার তুলনায় সরবরাহ কম হলে দাম বৃদ্ধি স্বাভাবিক।

অতীতে যেভাবে বাজারের উপর ডলারের মূল্য ছেড়ে দেওয়া ছিল, এখনও সেভাবেই আছে। মুস্তফা কামাল বলেন, ব্যাংকগুলোর কাছে যখন ডলারের পরিমাণ বেশি থাকে, তখন বাংলাদেশ ব্যাংক কিছু ডলার কিনতে পারে। আবার যখন কম থাকে তখন বেচতে পারে। অন্যান্য দেশেও এমন হয়।

আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের বাড়তি দামে আমদানি ব্যয় বাড়ছে। এতে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে কি-না, এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মূল্যস্ফীতি লক্ষমাত্রার মধ্যেই আছে। সামগ্রিক মূল্যস্ফীতি বাড়েনি। নিয়মিত মূল্যস্ফীতি পর্যালোচনা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। জ্বালানির দাম যেভাবে বাড়ছে, খাদ্যশস্যের দামও সেভাবে বাড়ছে।

আমারসংবাদ/আরএইচ